হজ্জের প্রাক-নিবন্ধন
ঢাকা, বাংলাদেশ থেকে হজ প্রাক-নিবন্ধন ২০২৫-২০২৬ এর প্রক্রিয়া
হজ রেজিস্ট্রেশন ২০২৫ চলছে!!
আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য পেতে বিজিট করুন এবং এখনই হজ ২০২৫ এর জন্য নিবন্ধন করুন! সকল হজ 2025 প্যাকেজ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সংরক্ষিত।
আমরা হজ 2025-এর জন্য আমাদের হজ্জযাত্রীদের প্রাক-নিবন্ধন চালিয়ে যাচ্ছি। ২০২৫ সালের সম্ভাব্য সেরা হজ প্যাকেজের মূল্যের উদ্ধৃতি পেতে অনুগ্রহ করে ক্যোয়ারী ফর্মটি পূরণ করুন।
বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধনের ধাপসমুহঃ
১. বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধন করতে ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য এন.আই.ডি কার্ড, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন এবং বিদেশে বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।
২. বেসরকারিভাবে প্রাক-নিবন্ধন করতে হলে হজযাত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত তাঁর পছন্দের হজ এজেন্সির কাছে যাবেন।
৩. হজ এজেন্সি হজযাত্রীর এন.আই.ডির তথ্য দিয়ে প্রাক-নিবন্ধন সিস্টেমে এন্ট্রি করে ব্যাংকে প্রাক-নিবন্ধন ফি জমা দেওয়ার ভাউচার তৈরি করে দিবেন। হজযাত্রী ভাউচার নিয়ে ব্যাংকে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করবেন এবং প্রাক-নিবন্ধন সনদ গ্রহণ করবেন। প্রাক-নিবন্ধন সম্পন্ন হওয়ার পরে সিস্টেমে এন্ট্রিকৃত হজযাত্রীর মোবাইলে প্রাক-নিবন্ধন নিশ্চিতকরণ এস.এম.এস. যাবে।
৪. ১৮ বছরের কম বয়সী, মহিলা ও নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি এন.আই.ডি আছে এমন একজন হজযাত্রী সঙ্গে প্রাক-নিবন্ধন করতে হবে।
৫. বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সি সমূহের তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন।
৬. ই-হজ বিডি মোবাইল অ্যাপস, ব্যবহার করে আপনি হজ বিষয়ের যে কোন তথ্যে পেতে পারেন। ই-হজ বিডি অ্যাপস লিংক।
বেসরকারি মাধ্যম নিবন্ধনের ধাপসমূহঃ
১. বেসরকারি মাধ্যম ক্ষেত্রে হজযাত্রীর নির্দিষ্ট কোটার মধ্যে সিরিয়াল থাকতে হবে।
২. সিরিয়ালে থাকলে হজযাত্রী এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন।
৩. পাসর্পোট (ভিসা থেকে ৬ মাসের মেয়াদ থাকতে হবে) ও প্রাক-নিবন্ধন সনদ প্রয়োজন হবে।
৪. এজেন্সির নির্ধারিত তৈরিকৃত প্যাকেজের মূল্য এজেন্সিকে পরিশোধ করবেন।
৫. এজেন্সি থেকে নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে।
বেসরকারি মাধ্যম নিবন্ধন পরবর্তী কার্যক্রমঃ
১. নিবন্ধনের পরে হজযাত্রী তাদের নিবন্ধন সনদসহ পাসপোর্ট এজেন্সির কাছ জমা দিবেন।
২. হজযাত্রী সরকার অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষাসহ (ইনফ্লুয়েঞ্জা ও ম্যানিনজাইটিস) ভ্যাকসিন গ্রহণ করবেন এবং মেডিক্যাল সনদ ও কলেরার সনদ সংগ্রহ করবেন।
৩. এজেন্সির নির্ধারিত তারিখে হজযাত্রীর নিজ জেলার ইসলামিক ফাউন্ডেশনে অথবা ঢাকা হজ অফিসে প্রশিক্ষণ নিবেন।
৪. এজেন্সির নিকট থেকে পাসর্পোট, টিকেট ও ভিসা ফ্লাইটের পূর্বেই সংগ্রহ করবেন।
৫. ফ্লাইটের আট ঘন্টা পূর্বে হজযাত্রী ইমিগ্রেশনের জন্য হজ অফিস, ঢাকায় রির্পোট করবেন।
প্রাক-নিবন্ধনে কি ডক্যুমেন্টস লাগবে?
Passport/National Identity Card/Birth Certificate (Applicable for Hajj pilgrims below 18 years)
2 copies of recently taken photos
A pre-registration fee of 30,000 TK will be charged as per the government.
নিবন্ধনে কি কি ডক্যুমেন্টস লাগবে?
নিবন্ধন করতে লাগবে সরকার নির্ধারিত ফি ৩,০০,০0০ টাকা
হজ্জ-২০২৫ এর জন্য প্রাক-নিবন্ধন
আমাদের একটি বার্তা পাঠান নির্দ্বিধায়. আপনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছ থেকে প্যাকেজ বিশদ পাবেন! ইন শা আল্লাহ।